HighlightNewsআন্তর্জাতিক

রুশ- মার্কিন সম্পর্কের বরফ গলবে? জল্পনা উড়িয়ে মস্কোয় সিআইএ প্রধান

টিডিএন বাংলা ডেস্ক : মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ- র প্রধান পৌঁছেছেন মস্কোতে। কোনও আগাম ঘোষণা ছাড়াই। সেখানে পৌঁছে শুরু হয়েছে বৈঠক। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রোশেভের সঙ্গে বৈঠক করেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেই তাঁর এই সফর বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

দুজনের গোপন বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে, কী নিয়ে কথা হল? তা নিয়ে দুপক্ষই কিছু বলতে নারাজ। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দু’দেশের সম্পর্কের উন্নতি নিয়ে কথাবার্তা চলছে। সূত্রের খবর, বুধবার বার্নসের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল নানাবিধ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। গত কয়েক বছরে দু’দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ফলে সিআইএ প্রধানের এই সফরে আদৌ কোনও সুরাহা হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

উল্লেখ্য ২০১৪ সালে ইউক্রেনের হাত থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নেয় রাশিয়া। এরপর ওয়াশিংটন ও মস্কোর বিবাদ শুরু হয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের অভিযোগ ওঠে। অভিযোগ পুতিনের সাহায্যে হোয়াইট হাউসে ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মস্কো যদিও সেই অভিযোগকে উড়িয়ে দিয়েছে। এরপর থেকেই আমেরিকা সহ পাশ্চাত্যের বহুদেশই আর্থিক নিষেধাজ্ঞা চাপায় রাশিয়ার ওপর। এই রকম পরিস্থিতিতে সিআইএ প্রধানের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: