দু-তিন দিনের মধ্যেই রাজ্যে শীতের প্রবেশ

টিডিএন বাংলা ডেস্ক : জাওয়াদ সরে গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া পরিষ্কার। দেখা মিলেছে সূর্যের। দুর্যোগ কাটতেই এবার প্রশ্ন, কবে রাজ্যে ঢুকবে শীত?

মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত ও পাকিস্তানের ওপর এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্জা অবস্থান করছে। এর জন্য সামনের দু-তিনদিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাশ্মীর হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি এবং তুষারপাতে সম্ভাবনা বেশি। সামনের দুই-তিনদিনের মধ্যেই উত্তর-পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করবে। এইজন্য পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। আকাশ পরিষ্কার থাকার জন্য, ঠাণ্ডা হাওয়া বাংলাতেও ঢুকতে শুরু করবে। তবে এরজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের।