টিডিএন বাংলা ডেস্ক : দক্ষিণবঙ্গ থেকে উধাও হতে চলেছে শীত। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
মকরসংক্রান্তির মুখে কি আরও ঠান্ডা পড়বে? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখনই খারাপ খবর দিলো হাওয়া অফিস। বাংলার সীমানা থেকে প্রায় ১৮০০ কিলোমিটার পশ্চিমে রাজস্থানের আকাশে মাটি থেকে ৬ কিলোমিটার ওপরে ঘনিয়ে উঠেছে ঘূর্ণাবর্তের মেঘ। এর প্রভাবে ধাক্কা খাবে শীত। জানুয়ারির শুরুতেই অবশ্য শীত বিদায় নিচ্ছে না। দেশের পশ্চিম প্রান্তে তৈরি হওয়া ঝঞ্ঝার জন্য আরব সাগর থেকে ক্রমাগত জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে রাজস্থানে। সেই জন্য সামনের কয়েকদিনের মধ্যে উত্তরে পাঞ্জাব থেকে পূর্ব উত্তর প্রদেশের পূর্বভাগ পর্যন্ত অনেকটা এলাকাজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর প্রভাবে দিন সাতেকের জন্য দক্ষিণবঙ্গ থেকে উধাও হতে চলেছে ঠান্ডার কামড়।