টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যজুড়ে শীতের আমেজ। গত তিনদিন ধরে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি দ্রুত বদলাতে চলেছে। অর্থাৎ আরও কমতে চলেছে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস জানিয়েছে, আজ রাত থেকেই শহরের তাপমাত্রা আরও কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে পারদের ধারাবাহিক পতনের হার কিছুটা ধীরে হবে। জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত শুরু হওয়ার পরেই উত্তরভারতের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি নেমেছে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি ইত্যাদি বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা হাওয়ার প্রভাবে পূর্ব ভারতের তাপমাত্রা লক্ষণীয় পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পরিমণ্ডল থেকে জলীয়বাষ্পের পরিমাণ অতি দ্রুত কমে গিয়েছে। কারণ দক্ষিণ পূর্ব দিকের সামুদ্রিক বাতাস উধাও। বাংলায় আবহাওয়ার দ্রুত পট পরিবর্তনের জন্য প্রধানত এটাই কারণ বলে মনে করছেন আবহবিদেরা।