টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের প্রতিবাদ মিছিল পৌঁছে গেছে দিল্লির উপকণ্ঠে। এর আগে দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষকদের রুখতে একাধিক প্রচেষ্টা করেছে প্রশাসন। তা সত্ত্বেও কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে নিজেদের বার্তা দিল্লির অলিতে গলিতে ছড়িয়ে দিতে লাগাতার সংগ্রাম করে চলেছেন কৃষকরা। এই পরিস্থিতিতে হরিয়ানায় একাধিক কৃষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এ প্রসঙ্গে একটি টুইট করে তিনি লিখেছেন,”অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া কোন অপরাধ নয় বরং কর্তব্য। পুলিশের জাল এফআইআর সাহায্যে মোদী সরকার কৃষকদের দৃঢ় উদ্দেশ্যগুলি পরিবর্তন করতে পারবেনা। এই লড়াই কৃষি বিরোধী কালো আইন শেষ হওয়া অবধি চলবে। আমাদের জন্য জয় কিসান ছিল, আছে এবং থাকবে!”
अन्याय के ख़िलाफ़ आवाज़ उठाना अपराध नहीं, कर्तव्य है।
मोदी सरकार पुलिस की फ़र्ज़ी FIR से किसानों के मज़बूत इरादे नहीं बदल सकती।
कृषि विरोधी काले क़ानूनों के ख़त्म होने तक ये लड़ाई जारी रहेगी।
हमारे लिए ‘जय किसान’ था, है और रहेगा! pic.twitter.com/EZWxMpIoJc
— Rahul Gandhi (@RahulGandhi) November 28, 2020
নিজেরে টুইটের সাথে রাহুল গান্ধী একটি প্রতিবেদন উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে, “দিল্লি চলো” অভিযান করার সময় পুলিশের ব্যারিকেড সরানোর জন্য দশ হাজার কৃষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।