HighlightNewsরাজ্য

স্কুলের সহযোগিতায় হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন অসুস্থ পরীক্ষার্থী

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় শেষ পর্যন্ত হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন অসুস্থ পরীক্ষার্থী মেহতাব আলী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের অনুপনগরে। ব্লক হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন ওই ছাত্র। শুক্রবার হাসপাতালের বেডে বসেই ভৌত বিজ্ঞান পরীক্ষা দেন সামসেরগঞ্জের লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলের মেধাবী ছাত্র মেহতাব আলী। তার সেন্টার পড়েছিল ধূলিয়ান বালিকা বিদ্যালয়। হঠাৎ জ্বর, ব্যাথা সহ একাধিক সমস্যার কারণেই চিকিৎসারত অবস্থায় ওই ছাত্রের হাসপাতালে বসেই পরীক্ষার বন্দোবস্ত করা হয় ধূলিয়ান বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে।

 

জানা গিয়েছে, সামসেরগঞ্জের লস্করপুর বালিয়াঘাটি হাইস্কুলের মেধাবী ছাত্র মেহতাব আলী। এবছরের মাধ্যমিক সেন্টার পড়েছে ধূলিয়ান বালিকা বিদ্যালয়ে। প্রথম দিন থেকে স্কুলে গিয়েই সমস্ত পরীক্ষা দিলেও শুক্রবার সকাল থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা দেওয়ার জন্য অদম্য জেদের কারণেই স্কুলের সঙ্গে যোগাযোগ করেন মেহতাবের পরিবারের সদস্যরা। তারপরেই ধূলিয়ান বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে কথা বলে আলাদা বেডে রেখে চিকিৎসার পাশাপাশি
পরীক্ষার বন্দোবস্ত করা হয়। একজন শিক্ষিকাকেও গার্ড রাখা হয় ওই ছাত্রের কাছে। শুক্রবার দুপুরে হাসপাতালে পরীক্ষা রত ছাত্র মেহতাব আলীকে দেখতে যান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত। ওই ছাত্র আপাতত ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে বলেই জানিয়েছেন প্রধান শিক্ষিকা।

Related Articles

Back to top button
error: