এই নিয়ে তৃতীয় মন্ত্রীর পদত্যাগ, বিজেপি ছেড়ে সপাতে যোগ যোগী মন্ত্রী ধর্ম সিংহের

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক : প্রথমে স্বামীপ্রসাদ মৌর্য দলিত ও অনুন‍্যত সম্প্রদায়ের প্রতি সরকারের অবহেলা ও অসম্মানের অভিযোগ তুলে দল ছাড়েন। এরপর যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন দারা সিংহ চৌহান। এবার বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন যোগী মন্ত্রীসভার মন্ত্রী ধর্ম সিংহ।

এদের প্রত‍্যেকের ক্ষেত্রে একটা বিষয় কমন। বিজেপি ত‍্যাগ করা তিন মন্ত্রীই অনগ্রসর জনগোষ্ঠীর। তারা প্রত‍্যেকেই বিজেপির বিরুদ্ধে দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন। তারা প্রত‍্যেকেই কয়েক বছর আগে মায়াবতীর বিএসপি ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। এবার তারা যোগও দিয়েছেন অখিলেশের সমাজবাদী দলে।

ধর্ম সিংহের সপাতে যোগদান প্রসঙ্গে অখিলেশ টুইট করেন, ‘সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের আর এক যোদ্ধা ধর্ম সিংহ সাইনিজির আগমনে আমাদের ইতিবাচক ও প্রগতিশীল রাজনীতি আরও উদ্দীপনা ও শক্তি পেল। সমাজবাদী পার্টিতে ওঁকে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি! বাইশে (২০২২ সাল) সুসংহত সম্প্রীতির জয় নিশ্চিত!’