টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্টিত হতে চলেছে ১০ ফেব্রুয়ারি থেকে। এই নির্বাচনে সমাজবাদী পার্টি (এসপি) এবং আরএলডি জোটকে সমর্থন করার কথা জানিয়ে ছিলেন ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) সভাপতি নরেশ টিকায়েত। কিন্তু হঠাৎ সেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন টিকায়েত। একটি বিবৃতিতে তিনি আগের সমর্থনের সিদ্ধান্তের জন্য দুঃখপ্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, কোনও রাজনৈতিক দলকেই তাঁরা সমর্থন করবেন না। এদিন নরেশ টিকায়েত বলেন, “আমি কিছু ভুলভাল বলে দিয়েছিলাম! এ রকম বলাটা আমার উচিত হয়নি। সংযুক্ত কিসান মোর্চার সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলা ঠিক নয়।”
এবারের উত্তরপ্রদেশ ভোটে জাঠ বলয়ে কৃষকদের ক্ষোভকে একটি বড় অস্ত্র হিসাবেই দেখা হচ্ছে। এমন সময় কৃষক নেতা টিকায়েতের এসপি-আরএলডি জোটকে সমর্থন করায়, বিজেপি চাপে পড়ে যায়। কিন্তু এখন তাঁর এই হঠাৎ পিছু হটে আসাকে রহস্যজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে টিকায়েত কি কোনো চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হচ্ছেন? এই প্রশ্নও উঠতে শুরু করেছে।
প্রশ্ন উঠেছে, এই একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার পিছনে কি বিজেপির কোনও চাপ কাজ করছে?
একটি সূত্রের দাবি, টিকায়েতের এই সিদ্ধান্ত পরিবর্তনের ঘটার ঠিক পরেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানকে টিকায়েত পরিবারের আদি বাসস্থান সিসৌলিতে যেতে দেখা গিয়েছে। সূত্রের বক্তব্য, বিকেইউ-এর মুখপাত্র, তাঁর ভাই রাকেশ টিকায়েত তার আগেই স্পষ্ট জানিয়ে দেন, কোনও রাজনৈতিক দলকে সমর্থন করা হবে না।
যদিও সমাজবাদী পার্টি এই বিষয়টিকে তেমন মূল্য দিতে নারাজ। তাদের মতে এর ফলে তাদের ভোটে বিশেষ কোনো প্রভাব পড়বে না। এমনকি সমর্থন প্রত্যাহার করার কারণে বিকেইউ সভাপতি নরেশ বিরুদ্ধে কোনও কঠর মন্তব্যও করেননি তারা। বরং তাদের দাবি, প্রকাশ্যে কোনও দলকে সমর্থন করলে তাদের গায়ে বিশেষ রাজনৈতিক দলের তকমা লেগে যাবে। এই কারণেই কিসান ইউনিয়নের এই সিদ্ধান্ত। একইসঙ্গে এসপি-আরএলডি জোটের দাবি, কিসান ইউনিয়ন খাতায় কলমে সমর্থন দিক বা না দিক, পশ্চিম উত্তরপ্রদেশে একটি কৃষক ভোটও গেরুয়া শিবিরে পড়বে না।