টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের ঝাবুয়ায় এক মহিলাকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক মাস আগে ওই মহিলা তাঁর স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ১০ জুলাই তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিকা তাঁর বন্ধুদের নিয়ে মহিলার বাড়িতে পৌঁছে যান। এরপর তিনি মহিলা ও তার স্বামীকে মারধর করেন। জানা গিয়েছে, মহিলাকে নগ্ন করে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।