HighlightNewsদেশ

আধুনিক ভারতের মহিলারা একাই থাকতে চান, মন্তব্য কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : আধুনিক ভারতের মহিলারা একাই থাকতে চান। তারা সঙ্গী চান না। সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তাদের অনাগ্রহ। ভারতীয় সংস্কৃতির ওপর পশ্চিমী সংস্কৃতির প্রভাব সম্পর্কে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকার। এই মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বর্তমান ভারতে বেশিরভাগ মেয়েরা সিঙ্গেল থাকতে চায়। কেউ আবার বিয়ে করলেও সন্তানের জন্ম দিতে চান না, সবাই সারোগেসেরি আশ্রয় নেয়। বিয়ে করলেও আজকাল তারা আর নিজের সন্তান চান না। এই চিন্তাভাবনা এসে যাওয়ায় সমাজের ক্ষতি হচ্ছে। ভারতে অদ্ভূত ভাবে পাশ্চ্যত্যের প্রভাব পড়েছে যা ক্ষতির দিকে সমাজকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেছেন চিকিৎসক মন্ত্রী। নিমহ্যানসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মানসিক চাপ কমানো একটা শিল্প। একজন ভারতীয় হিসেবে এই কাজটা আমরা ভালোই জানি। বিশ্বকে আমরা শেখাব কীভাবে মানসিক চাপ কমানো যায়। যোগা, প্রাণায়ম ও ধ্যানের মাধ্যমে সম্ভব সব। এই অস্ত্রগুলি আমাদের দেশে বহু বছর আগেই শেখানো হয়েছে।

Related Articles

Back to top button
error: