টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির বাড়তে থাকা ঠান্ডা এবং লাগাতার বৃষ্টির মধ্যে কৃষক আন্দোলনের উত্তেজনা এবং উৎসাহ বজায় রাখার জন্য সিংঘু বর্ডারে কবাডি খেললেন মহিলারা। রবিবার কবাডির ময়দানে রূপান্তরিত হয়ে যায় দিল্লির সিংঘু বর্ডার। রবিবার সকাল থেকে চলতে থাকা টানা বৃষ্টির মধ্যেই আয়োজিত হয় কবাডি প্রতিযোগিতা। মোট ১২ টি মহিলা প্রতিযোগীদের দল এই খেলায় অংশগ্রহণ করে। রবিবার সকাল এগারোটা থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
এদিনের এই প্রতিযোগিতার প্রসঙ্গে কিষান মজদুর সংঘর্ষ কমিটি পাঞ্জাবের যুগ্ম সম্পাদক সুখবিন্দর সিং বলেন, বিভিন্ন রাজ্য থেকে মহিলারা নিজেরাই এসে তাদের জানিয়েছিলেন যে তারা একটি কবাডি প্রতিযোগিতা আয়োজন করতে চান। তিনি আরো বলেন সিংঘু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের সচল রাখতে এ ধরনের আরও বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করছেন তাঁরা। সুখবিন্দর সিং বলেন রবিবারের এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে ২,১০০ টাকা এবং রানারআপ টিমকে ১,১০০ টাকা দেওয়া হবে। যাঁরা এই খেলার জন্য চাঁদা দিয়েছেন তাঁরাই পুরস্কারের ঘোষণা করবেন বলেও জানান তিনি।