Newsদেশ

সুপ্রিম কোর্টে মহিলা কুস্তিগীরদের মামলা বন্ধ: ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআরের দাবি পূরণ হয়েছে, অন্য কোনও সমস্যা থাকলে হাইকোর্টে যান, নির্দেশ আদালতের

টিডিএন বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টে মামলা বন্ধ কুস্তিগীরদের। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্ট ডব্লিউএফআই সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের আবেদনের শুনানি বন্ধ করে দিয়েছে। আদালত জানিয়েছে, মহিলা কুস্তিগীরদের সুরক্ষা দেওয়া হয়েছে। তাঁদের দাবি ছিল, ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার, যা পূরণ হয়েছে। এখন অন্য কোনো সমস্যা থাকলে আবেদনকারীরা হাইকোর্ট বা নিম্ন আদালতে যেতে পারেন।

এদিকে, বুধবার রাতে যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। যার পরে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এসেছে। যন্তর মন্তরে গভীর রাতে হওয়া সংঘর্ষে কুস্তিগীর রাকেশ যাদব এবং ভিনেশ ফোগাটের ভাই দুষ্যন্ত আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, কুস্তিগীরের ওপর বল প্রয়োগ করা হয়নি, ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

অন্যদিকে, টানা ১২ দিন ধরে প্রতিবাদরত কুস্তিগীররা সংঘর্ষের পর জানিয়েছেন, তাঁরা সমস্ত পদক ভারত সরকারকে ফিরিয়ে দেবেন। মহাবীর ফোগাটও বলেন, তিনি তাঁর দ্রোণাচার্য পুরস্কার ফিরিয়ে দেবেন।

এই ঘটনার পর দিল্লি মহিলা কমিশনের সভাপতি স্বাতী মালিওয়াল, কৃষক ও খাপ নেতারা কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে পৌঁছন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, নভজ্যোত সিং সিধু এবং বক্সার বিজেন্দর সিং কুস্তিগীরদের সমর্থন করেছেন।

জানা গিয়েছে, বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে বৃষ্টির কারণে বিছানা ও রাস্তা ভিজে যাওয়ার পরে কুস্তিগীররা বিছানা নিয়ে পিকেট সাইটে এলে বিতর্ক শুরু হয়। আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতীও আসেন বিছানা নিয়ে। পুলিশ কুস্তিগীর ও ভারতীকে বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, আমরা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কুস্তিগীররা ক্ষিপ্ত হয়ে ওঠে। ছোটখাটো সংঘর্ষও হয়। ভারতী সহ অনেককে আটক করা হয়। বৃহস্পতিবার বিক্ষোভস্থলে ভারী পুলিশ মোতায়েন করা হয়।

বুধবার রাতের এই ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। কুস্তিগীররা জানিয়েছেন, আমরা শুধুমাত্র কিছু বিছানা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপর আক্রমণ করে। একাধিক পুলিশ মদ্যপ অবস্থায় ছিল, তারা মারধর ও গালিগালাজ করে। কুস্তিগীররা এমনকি, এক পুলিশ কর্মীকে ধরে ফেলেন এবং বলেন, ইনি মাতাল অশ্লীলতা করছেন। ভিনেশ জানিয়েছেন, তাঁর ভাই দুষ্যন্তের মাথায় চোট রয়েছে। আহত হয়েছেন আরেক কুস্তিগীর রাকেশও।

Related Articles

Back to top button
error: