HighlightNewsরাজ্য

১০০০ মহিলার স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে সুন্দরবনে মহাসমারহে পালিত হল নারী দিবস

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, উত্তর ২৪ পরগনা: ১০০০ জন মহিলার স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে প্রত্যন্ত সুন্দরবনে পালিত হল বিশ্ব নারী দিবস। স্বেচ্ছাসেবী সংস্থা নব দিগন্ত ও তার সহযোগী আরও তিন সংস্থার যৌথ উদ্যোগে মহা সমারহে পালিত হল দিনটি।

উত্তর ২৪ পরগনার, ন্যাজাট থানার অন্তর্গত খাস শাঁকদহ গ্রামে বুধবার প্রায় ১০০০ মহিলার ডেন্টাল চেক আপ করা হয়, স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয়। সঙ্গে প্রেসার, সুগার, ওজন, উচ্চতা মাপা হয়, ইসিজিও করা হয়। প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। এছাড়াও উপস্থিত মহিলাদের প্রত্যেককে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন , টুথব্রাশ, টুথপেস্ট এবং সাবান সম্বলিত হেলথ কিট বিতরণ করা হয়। দেওয়া হয় টিফিনও।

এই অনুষ্ঠানের প্রধান আয়োজক উমা চক্রবর্তী বলেন, ‘প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের জন্যে এটা খুব দরকার ছিল, নারীদের সম্মানিত করতে পেরে ওদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের খুব ভালো লাগছে।”

নব দিগন্তর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডাঃ ফারুক হোসেন গাজী বলেন, “যেভাবে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন , উওমেনস্ ডেন্টাল কাউন্সিল,ক্যালকাটা ক্যানপী এবং বর্ধমান মঙ্গলকোট-এর হেল্পিং হ্যান্ডস্ও এবং সরকারি মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা নব দিগন্তের ডাকে এগিয়ে এসেছে তাতে সুন্দরবন এর মানুষ খুবই উপকৃত হয়েছে এবং আশা করি ভবিষ্যতেও হবে।”

উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন পক্ষে ডাঃ মলয় বাছার, ডাঃ ইজাহার ইয়াজদানি, ডাঃ আবিদ হাসান, সায়ন দে, মৈনাক মাহাত, সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের একদল তরুণ উদ্যমী ডাক্তার ডাঃ বুদ্ধদেব মন্ডল, ডাঃ বলরাম হাজরা, ডাঃ রফিকুল আলি, ডাঃ সাগ্নিক পাল, এবং ডাঃ পলাশ বিশ্বাস প্রমুখ।

মঙ্গল কোট হেল্পিং হ্যান্ডস্-এর পক্ষে সেখ ইব্রাহিম, সফিউল, নাসিমা, সেখ সুজা, সম্রাট প্রধান, সৌরভ প্রধান এবং ক্যালকাটা ক্যানপী-র পক্ষে শ্রীমতী পিয়ালী চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী,শ্রী গোষ্ঠ বিহারী জানা এবং ঊমাচক্রবর্তী সহ নব দিগন্ত এর প্রায় ১০০ মহিলা “স্বাস্থ্যব্রতী স্বাস্থ্যসেবিকা” ও নব দিগন্ত টিম।

Related Articles

Back to top button
error: