HighlightNewsরাজ্য

মেন লাইনে চলছে কাজ, হাওড়া-বর্ধমান শাখায় শুক্রবার পর্যন্ত ৫৪টি এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত

টিডিএন বাংলা ডেস্ক: মেন লাইনে চলছে নন-ইন্টারলকিংয়ের কাজ। তাই হাওড়া-বর্ধমান শাখায় শুক্রবার পর্যন্ত ৫৪টি এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রের খবর, হুল, আজিমগঞ্জ-কবিগুরু, ময়ূরাক্ষী, শহিদ, কুলিক, শান্তিনিকেতন, মা তারা, যোগবাণী, গয়া, মিথিলা, গোরক্ষপুর-কলকাতা, গঙ্গাসাগর, দুন, জয়নগর, আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি, গণদেবতা, শিয়ালদহ-সিউড়ি, শিলঘাট প্রভৃতি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

Related Articles

Back to top button
error: