HighlightNewsরাজ্য

‘মোদী এবার গদি ছাড়ো’ ডাক দিয়ে শ্রমিক সংগঠন ‘FITU’ মিছিল ও বিক্ষোভ সভা

টিডিএন বাংলা ডেস্ক : ‘মোদী এবার গদি ছাড়ো’ ডাক দিয়ে মালদা জেলার সামসীতে অনুষ্টিত হল- ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (FITU)-এর মিছিল ও বিক্ষোভ সভা। এই মিছিল ও সমাবেশ থেকে শ্রমিক সংগঠনটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তারা দাবি তোলেন শ্রমিক বিরোধী শ্রম কোড প্রত্যাহার করতে হবে, রান্নার গ্যাসের ভর্তুকি পুনরায় চালু করতে হবে। এছাড়াও পেট্রোল এবং ডিজেলের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, জনগণের সম্পদ বিক্রি বন্ধ সহ বিভিন্ন দাবি তোলা হয়। বক্তারা কেন্দ্রীয় সরকারকে জনকল্যাণকামী, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক হওয়ার পরামর্শ দেন। অন্যথায় জনতা আগামী নির্বাচনে মোদী সরকারকে ছুড়ে ফেলে দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিনের এই মিছিল ও বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন, FITU রাজ্য সভাপতি সেখ মোজাফফার, রাজ্য কমিটির সদস্য মোসারাফ হোসাইন ও সেখ জাকির হোসেন, রাজ্য মহিলা সহকারি ইনচার্জ নুরজাহান খাতুন, পার্টির জেলা সম্পাদক জানিউল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। শ্রমিক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শুধু এই জেলাতেই নয় বরং গোটা রাজ্য জুড়ে ‘মোদী এবার গদি ছাড়ো’ শিরনামে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করছে।

Related Articles

Back to top button
error: