টিডিএন বাংলা ডেস্ক: সর্ব ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের দ্রুত গ্ৰেফতারের দাবিতে আন্দোলনরত কুস্তিগিরদের উপরে চাপ দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে প্রলোভন। যে কোনো মূল্যে এই আন্দোলন বন্ধ করতে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারী কুস্তিগিররা।
আন্দোলনকারী কুস্তিগিররা তাদের সমস্ত পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। কয়েক জন মন্ত্রী কয়েক দফায় আলোচনায় বসেন কুস্তিগিরদের সঙ্গে। যথাযথ তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ব্রিজভূষণকে গ্ৰেফতার না করায় আবারও প্রতিবাদে পথে নামতে পারে কুস্তিগিরেরা।
১৫ জুনের মধ্যে অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আবার পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। তাঁদের অভিযোগ, ভুক্তভোগীদের উপর বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে।