HighlightNewsদেশ

যন্তর মন্তর ছেড়ে রামলীলা ময়দানে আন্দোলন শুরু করতে চলেছে কুস্তিগিররা!

টিডিএন বাংলা ডেস্ক: আন্দোলনকে আরও বৃহৎ করতে জাতীয় স্তরে নিয়ে যেতে যন্তর মন্তর ছেড়ে রামলীলা ময়দানে আন্দোলন শুরু করতে চলেছে কুস্তিগিররা! অন্তত এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে আন্দোলনকারীদের মাধ্যমে। জাতীয় কুস্তিগির সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি বিধায়ক ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যোর করে যৌন হেনস্থার অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে দিল্লির যন্তর মন্তর অবস্থান বিক্ষোভ শুরু করেন কুস্তিগিরদের একাংশ। তবে নিজেদের দাবিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারী কুস্তিগিররা। কুস্তিগিরদের একটি অংশ দাবি করেছেন তাদের উপরে নজর রাখতে ও নিয়ন্ত্রণ করতে যন্তর মন্তরে আনা হয়েছে।

২৪ দিন ধরে আন্দোলনরত কুস্তিগিরদের প্রাথমিক দাবি হচ্ছে ব্রিজভূষণ শরণকে আগে গ্রেফতার করতে হবে। তারপর বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনরত কুস্তিগিরদের কথায় এফআইআর নিতে অস্বীকার করেন স্থানীয় দিল্লি পুলিশ। পরবর্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রবল চাপের মুখে দিল্লি পুলিশ এফআইআর করে বিধায়ক ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে।

Related Articles

Back to top button
error: