HighlightNewsদেশ

যৌন হেনস্থার দায়ে ব্রিজভূষণকে গ্রেফতারের দাবিতে সংসদ অভিযানে কুস্তিগিররা

টিডিএন বাংলা ডেস্ক: যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিংহকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সংসদ ভবন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে কুস্তিগিররা। জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ভারতের হয়ে পদক জয়ী প্রথম সারির বেশ কিছু মহিলা কুস্তিগির। কিন্তু প্রথমে ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো অভিযোগ নিতে অস্বীকার করে দিল্লি পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে বাধ্য হয়ে আফ আই আর করে পুলিশ। যদিও প্রথম থেকেই আন্দোলনকারী কুস্তিগিররা দাবি জানিয়ে আসছেন ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত তাদের দাবি না মানায় এবার দাবি আদায়ে সংসদ ভবন অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন বিনেশ ফোগট, সাক্ষী মালিকরা।

রবিবার রোহতকে ‘মহাপঞ্চায়েত’ সিদ্ধান্ত নিয়েছে ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সংসদ অভিযান করবেন কুস্তিগিররা। রবিবার এই বৈঠকে প্রতিবাদী কুস্তিগিরদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাক্ষী এবং তাঁর স্বামী। পরে বজরং পুনিয়া সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার যন্তর মন্তর থেকে মোমবাতি নিয়ে পদযাত্রা হবে ইন্ডিয়া গেট পর্যন্ত। পরে মহিলারা যাবেন সংসদ অভিযানে। বজরং বলেছেন, “এই সিদ্ধান্তে আমরা খুশি। ব্রিজভূষণের অবিলম্বে গ্রেফতার দাবি করছি আমরা। সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ জানাই।”

Related Articles

Back to top button
error: