HighlightNewsদেশ

যন্তরমন্তরে কুস্তিগির-পুলিশ ধ্বস্তাধস্তি, আন্দোলনরত কুস্তিগিরদের জোর পূর্বক তুলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভরত কুস্তিগিরদের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়ল দিল্লি পুলিশ। আন্দোলনরত কুস্তিগিরদের জোর পূর্বক তুলে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের পাল্টা অভিযোগ আপ নেতা সোমনাথ ভারতীর নেতৃত্বে কুস্তিগিরেরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় এই পদক্ষেপ নিয়েছেন তারা।

সম্প্রতি ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে কুস্তিগিরদের লাগাতার যৌন নিপীড়নের অভিযোগ তুলে ব্রিজভূষণের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেন কুস্তিগিরদের একাংশ। অভিযোগ, গতকাল বুধবার মধ্যরাতে সেই যন্তরমন্তরে বিক্ষোভকারীদের উপরে হঠাৎ চড়াও হয় পুলিশ। বিক্ষোভকারীদের সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা হাতাহাতি সংঘাতে জড়িয়ে পড়েন। কুস্তিগিরদের অভিযোগ, ওই পুলিশদের সঙ্গে কোনো মহিলা পুলিশ ছিল না। তারা হঠাৎ এসে মহিলা কুস্তিগিরদের গালিগালাজ করে এবং মারধর শুরু করে। এই ঘটনায় ২ জন আন্দোলনকারী আহত এবং ১ জন হাসপাতালে ভর্তি বলে খবর।

এই প্রসঙ্গে কুস্তিগির বিনেশ ফোগট সংবাদমাধ্যমকে বলেন, “পুলিশ আমাদের উপর হঠাৎ হামলা করে।ত্তাদের সঙ্গে একজনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। এই সময় ধাক্কধাক্কিতে কেউ কেউ মাথাতেও আঘাত পান। আমরা কোনও দাগি আসামি নই যে পুলিশ আমাদের সঙ্গে এরকম আচরণ করবে। এই দিনটি দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?” অপর এক বিক্ষোভরত কুস্তিগির বজরং পুনিয়া সংবাদ মাধ্যমকে বলেন, “সারা দেশের মানুষের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত। দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে আমাদের উপর বলপ্রয়োগ করছে।” এরপরই তার সংযোজন, “আমি সরকারকে অনুরোধ করব যেন আমার সব পদক ফিরিয়ে নেওয়া হয়।”

অন্যদিকে দিল্লি পুলিশের পাল্টা অভিযোগ, এদিন আপ নেতা সোমনাথ ভারতী কোনো অনুমতি ছাড়া যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভরতদের কাছে আসে। এরপর তার নেতৃত্বে কুস্তিগিরেরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই পুলিশ এই পদক্ষেপ নেয়। দিল্লি পুলিশের ডিসিপি প্রণব তয়ালের কথায়, “বুধবার রাতে আপ নেতা সোমনাথ ভারতীর নেতৃত্বে কয়েক জন অনুমতি ছাড়াই বিক্ষোভস্থলে এসে উপস্থিত হন। ঘটনাস্থলে পৌঁছেই তাঁরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। সোমনাথ এবং তাঁর লোকেদের সমর্থন জোগান বিক্ষোভরত কুস্তিগিরেরা। পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে অনভিপ্রেত ঘটনা রুখতে সক্ষম হয়েছে।”

Related Articles

Back to top button
error: