টিডিএন বাংলা ডেস্ক: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কুস্তিগীররা ফের একত্রিত হয়েছেন যন্তর মন্তরে। সূত্রের খবর, সাতজন মহিলা কুস্তিগীর সংসদ স্ট্রিট থানায় সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়ে কুস্তিগীররা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। অভিযোগ খতিয়ে দেখতে অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ক্রীড়া মন্ত্রক দুটি কমিটি গঠন করে। কমিটিগুলি জানিয়েছে, কুস্তিগীররা যে অভিযোগগুলি করেছেন তার প্রমাণ দেননি।