দ্রুত গতিতে এগিয়ে আসছে ইয়াশ, ল্যান্ডফলের আগেই তাণ্ডবলীলা

image courtesy : https://bangla.asianetnews.com/
টিডিএন বাংলা ডেস্ক: দ্রুত গতিতে এগিয়ে আসছে ইয়াশ।  ল্যান্ডফলের আগেই ধামরা সহ বিভিন্ন এলাকায় চলছে  তাণ্ডবলীলা। সর্বশেষ আপডেট অনুযায়ী, ল্যান্ড ফল পয়েন্ট ধামড়া থেকে ৩০ কিমি দূরে ইয়াস। দীঘা থেকে মাত্র ৮৫ কিমি দূরে রয়ে ইয়াস। কিছুক্ষণের মধ্যেই
ধামড়া পোর্টের কাছে ল্যান্ড ফল করবে। ইতোমধ্যেই ধামড়ায় ব্যাপক ঝড়-বৃষ্টির পাশাপাশি দীঘায়ও ব্যাপক ঝড় বৃষ্টি।
উত্তাল দীঘার সমুদ্রও। ল্যান্ড ফলের সময় সাইক্লোনের গতিবেগ থাকবে ১৩০-১৪০ কিমি/ঘন্টা।