জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী সাঈদের মেয়েকে অপহরণকারী ইয়াসিন মালিক, আদালতে শনাক্ত করলেন রুবিয়ার

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদের মেয়ে রুবিয়া সাঈদকে অপহরণ করেছিল বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। শুক্রবার একটি বিশেষ সিবিআই আদালতের সামনে রুবিয়া তার সাক্ষ্যে ইয়াসিন মালিক সহ তিন সন্ত্রাসীকে শনাক্ত করেছে, যারা তাকে অপহরণ করেছিল। উল্লেখ্য, রুবিয়া পিডিপি প্রধান মেহবুবা মুফতির বোন।

প্রসঙ্গত, এই প্রথম রুবিয়াকে মামলায় হাজিরা দিতে বলা হয়েছে। বর্তমানে রুবিয়া তামিলনাড়ুতে থাকেন। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর রুবিয়াকে অপহরণ করা হয়। তাঁর মুক্তির জন্য ১৩ ডিসেম্বর সরকারকে ৫ সন্ত্রাসীকে মুক্তি দিতে হয়। সে সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুফতি মহম্মদ সাঈদ। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে সিবিআই ওই মামলার তদন্তের দায়িত্ব নেয়।

সম্প্রতি, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে এনআইএ আদালত সন্ত্রাসে অর্থায়ন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রুবিয়ার আইনজীবী অনিল শেঠি বলেন যে, তিনি সিবিআইয়ের সামনে তার আগের বক্তব্যে অটল রয়েছেন। সিবিআই তদন্তের সময় দেওয়া ছবির ভিত্তিতে তিনি ইয়াসিন মালিক এবং অন্য তিনজনকে শনাক্ত করেন। আদালত অপহরণের ৩১ বছরেরও বেশি সময় পরে গত বছরের জানুয়ারিতে মালিক এবং অন্য নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

রুবিয়ার আইনজীবী অনিল শেঠি জানিয়েছেন, মামলার পরবর্তী শুনানি ২৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আগামী তারিখেও রুবিয়া আদালতে উপস্থিত থাকবেন। অন্যদিকে, ইয়াসিন মালিক নিজেকে ব্যক্তিগতভাবে জম্মুতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার দাবি করেছেন। তবে ইয়াসিনকে জম্মুতে আনা হবে কি না সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।