টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের আদলে, উত্তরপ্রদেশে লাভ জিহাদ রুখতে কঠোর আইন প্রণয়ন করতে প্রস্তুত যোগী সরকার। সূত্রের খবর অনুযায়ী স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই এ প্রসঙ্গে আইন মন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং ওই প্রস্তাবের বিষয়ে পর্যালোচনা চলছে। খুব শীঘ্রই উত্তরপ্রদেশে লাভ জিহাদের ঘটনা রুখতে কঠোর আইন প্রণয়ন করতে চলেছে সরকার।
এর আগে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক একটি রায়ের সূত্র ধরে ঘোষণা করেন খুব শীঘ্রই লাভ জিহাদ রুখতে আইন আনতে চলেছে সরকার। তিনি আরো বলেন,”যারা নিজেদের পরিচয় লুকিয়ে মহিলাদের সম্মানে আঘাত করছেন তাদের রাম নাম সত্য করা হবে।” যোগী আদিত্যনাথ আরো বলেন, হাইকোর্টের রায় অনুসারে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা প্রয়োজনীয় নয়।
প্রসঙ্গত উত্তরপ্রদেশে বেশ কিছু সময় ধরে লাগাতার একের পর এক লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে। এর মধ্যেই এলাহাবাদ হাইকোর্টে ধর্ম পরিবর্তন নিয়ে একটি মামলার রায় দিতে গিয়ে আদালত জানায় শুধুমাত্র বৈবাহিক বন্ধনের জন্য ধর্মের পরিবর্তন বৈধ নয়।