টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুরকাণ্ডে এমনিতেই চাপে যোগী সরকার। এবার প্রত্যক্ষদর্শীর বয়ানে বাড়ল আরও চাপ। কৃষক নেতা পরমজিৎ সিং পাম্মি জানিয়েছেন, রবিবারের ঘটনা পূর্বপরিকল্পিত।
রবিবার ঘটেছে লখিমপুরের বর্বরোচিত কাণ্ড। তার রেশ এখনও বিদ্যমান। পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে এই হামলার পেছনে নাকি রয়েছে খালিস্তানিরা। এই অবস্থায় সামনে এল প্রত্যক্ষদর্শীর বয়ান। একটি চ্যানেলকে সাক্ষাৎকারে পরমজিৎ সিং পাম্মি জানিয়েছেন, ‘রবিবার প্রতিবাদ মঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছিলাম। দাবি-দাওয়া পেশ করছিলাম। আচমকা দেখি তিনটে গাড়ির কনভয় ওই মিছিল লক্ষ্য করে এগিয়ে আসছে। কিন্তু সমাবেশমুখী কৃষকেরা সেই কনভয় দেখতে পায়নি। কনভয়ের প্রথম গাড়িটির গতি ছিল স্বাভাবিক। দ্বিতীয় গাড়ির গতি ছিল বেশি। দেখলাম, আচমকাই দ্বিতীয় গাড়িটি ফুটপাথে উঠে পড়ে কৃষকদেরকে পিষে দিয়ে চলে গেল। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন অ্যাডিশনাল এসপি। সেখান থেকে না সরলে গাড়ির তলায় তিনিও চাপা পড়তেন। কিছুদূর যাওয়ার পর দেখলাম গাড়িটা একদিকে টাল খেয়ে উল্টে গেল।”
প্রশ্ন করা হয়, ঘাতক গাড়ির স্টিয়ারিংয়ে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে ছিল কি না? জবাবে তিনি বলেন, ”মনে করতে পারছি না। তবে মনে আছে, গাড়ি থেকে আচমকাই তিনি নেমে এসে শূন্যে গুলি চালাতে শুরু করেন।” এই স্বীকারোক্তির পর পুলিশ কী করে, কোন দিকে তদন্ত মোড় নেয় এখন সেটাই দেখার।