টিডিএন বাংলা ডেস্ক: বিহারের আরারিয়ায় এক তরুণ সাংবাদিক শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা খুব সকালে তাঁর বাড়িতে এসে ডাকাডাকি করে। দরজা খোলার পর দুষ্কৃতীরা ঘরে ঢুকে কাছ থেকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই সাংবাদিকের মৃত্যু হয়। নিহত সাংবাদিকের নাম বিমল যাদব।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আরারিয়া শহরে বহু মানুষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পথে নেমেছেন। ওই সাংবাদিক প্রথমসারির হিন্দি সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর আরারিয়ার সংবাদদাতা ছিলেন। মনে করা হচ্ছে এলাকার কোনও খবরকে কেন্দ্র করে কোনও মহলের স্বার্থে ঘা লাগার কারণেই এই হত্যাকাণ্ড। বিহারে এর আগেও একই কারণে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। তরুণ সাংবাদিকের হত্যাকাণ্ডের জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয়েছে। সূত্র- দ্য ওয়াল