টিডিএন বাংলা ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদের দিল্লি অফিসে ঢুকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক যুবক। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিএইচপির তরফে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, হুমকিদাতা ওই যুবকের নাম রামকুমার ওরফে প্রিন্স পান্ডে। রামকুমার মধ্যপ্রদেশের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ধৃত রামকুমার জানিয়েছে, দৃষ্টি আকর্ষণের জন্যই সে এই কাজ করেছিল।