HighlightNewsদেশ

যুবরাজ লন্ডনে নবাব হওয়ার জন্য বিবৃতি দিয়েছেন, ক্ষমা তো চাইতেই হবে, রাহুল গান্ধীকে মীরজাফর সম্বোধন করে মন্তব্য সম্বিত পাত্রের

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র একটি সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধীকে বর্তমান রাজনীতির মীরজাফর বলে সম্বোধন করেছেন। পাত্রের অভিযোগ, রাহুল গান্ধী সর্বদা দেশের মানহানি করেন। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভারতের রাজনীতির আজকের মীর জাফর। তিনি ভারতের যুবরাজ নবাব হওয়ার জন্য লন্ডনে একটি বিবৃতি দেন। ব্রিটেনে যা বলেছেন তার জন্য পার্লামেন্টে তাঁকে ক্ষমা চাইতে হবে। রাহুল গান্ধী ক্ষমা না চেয়ে চলে যাবেন এমন নয়। তাঁকে ক্ষমা চাইতে হবে, আমরা এটি সম্পন্ন করব।
তিনি বলেন, রাহুল গান্ধী সব সময় দেশের মানহানি করেন। তিনি দেশকে অপমান করেছেন এবং বিদেশী শক্তিকে দেশে হস্তক্ষেপ করতে বলেছেন। এটা কংগ্রেস ও রাহুল গান্ধীর একটানা ষড়যন্ত্র। সংসদে তাঁর অংশগ্রহণ ন্যূনতম এবং তিনি বলেছেন যে কেউ তাঁকে কথা বলতে দেয় না।
রাহুল গান্ধীকে মীর জাফরের সাথে তুলনা করে পাত্র বলেন, মীরজাফরও তাই করেছেন। জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সাহায্য চাইতে ২৪টি পরগনা দিয়েছিলেন। এখন রাহুলও একই ধরনের রাজনীতি করছেন।
সম্বিত পাত্র আরও বলেন, রাহুল গান্ধীকে তাঁর ব্রিটেনের মন্তব্যের জন্য ব্রিটেনে ক্ষমা চাইতে হবে। পাত্রের অভিযোগ, রাহুল গান্ধী শুধুমাত্র জয়রামের সাহায্যে কথা বলেন।
ওই সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেন, বিতর্ক গণতন্ত্রের প্রাণ, কিন্তু রাহুল গান্ধী ২০১৯ সাল থেকে মাত্র ৬ বার এতে অংশগ্রহণ করেছেন। তিনি বিতর্কের অংশ হন না। তিনি বলেন, রাহুল বলেছেন যে দুর্ভাগ্যবশত তিনি একজন সাংসদ। রাহুল গান্ধী কী বলবেন বুঝতে পারছেন না। তিনি শুধু জয়রাম রমেশের সাহায্যেই কথা বলেন।

Related Articles

Back to top button
error: