রাজ্য

জ্ঞানবাপির পর এবার মথুরা মসজিদ ও ঈদগাহে জরিপের নির্দেশ আদালতের

টিডিএন বাংলা ডেস্ক: জ্ঞানবাপি মসজিদে জরিপ হওয়ার পর এবার মথুরা মসজিদ ও ঈদগাহে জরিপের নির্দেশ দিল একটি স্থানীয় আদালতে। জ্ঞানবাপি মসজিদে জরিপ শুরু হওয়ার পর থেকেই হিন্দুত্ববাদীদের একটি শ্রেণি প্রচার শুরু করেছিল যে এবার মথুরার পালা। সেই লক্ষ্যে তারা একাধিক মামলা দায়ের করেন আদালতে। তারপর জল্পনা শুরু হয় যে, খুব শীঘ্রই মথুরা মসজিদ ও ঈদগাহে জরিপের নির্দেশ দিতে পারে আদালত। অবশেষে সেই নির্দেশ আসল আদালতের তরফে। মনে করা হচ্ছে আগামী বছরের ২ জানুয়ারি আর্কিওলজিক‍্যাল সার্ভে আব ইন্ডিয়া এই স্থানে জরিপ শুরু করবে। আর আগামী ২০ জানুয়ারি তারা জরিপ রিপোর্ট পেশ করবে আদালতে।

উল্লেখ্য যে, একটি শ্রেণির দাবি, মোগল সম্রাট ঔরঙ্গজেব ভগবান কৃষ্ণের জন্মভূমির উপরের কাটরা কেশব মন্দির ভেঙে এই মসজিদ নির্মাণ করে ছিলেন। যদিও আজও পর্যন্ত এই দাবির সপক্ষে তারা কোনো প্রমাণ পেশ করতে পারেনি। ঐতিহাসিকগণ এই দাবি সম্পূর্ণ প্রত‍্যাখ‍্যান করেছেন।

Related Articles

Back to top button
error: