HighlightNewsদেশ

সমকামী বিয়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে চিঠি ১২০ প্রাক্তন কর্মকর্তার; আগামী প্রজন্মকে এমন পরিবেশ দেবেন না, যাতে আরও সমকামীরা তৈরি হয়, আবেদন চিঠিতে

টিডিএন বাংলা ডেস্ক: সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার আবেদনের ওপর সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এরইমধ্যে, প্রায় ১২০ জন প্রাক্তন অফিসার এই বিষয়ে তাঁর হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লিখেছেন। তাঁরা বলেছেন, ভারতে সমলিঙ্গের বিয়ে নিয়ে আইন করা হলে এর মূল্য দিতে হতে পারে গোটা দেশকে। যাঁরা এই চিঠি লিখেছেন তাঁদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন আইএএস-আইপিএস৷

প্রাক্তন কর্মকর্তারা বলেছেন, আমরা ভবিষ্যত প্রজন্মকে এমন পরিবেশ দিতে পারি না যেখানে আরও সমকামীরা প্রস্তুত হবে। আমাদের দেশে বিয়ে একটি সামাজিক বন্ধন, যার সঙ্গে অনেক ধরনের সম্পর্ক জড়িত।

রাষ্ট্রপতিকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, দেশের বহু মানুষ সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই করছে। এই ধরনের লোকেরা ইতিমধ্যেই উদারপন্থী দেখানোর জন্য ভারতীয় মূল্যবোধকে তালাক দিয়েছে। দেশে সমলিঙ্গের বিয়ের আইন হলে অনেকেই তাদের বাবা-মা ও পূর্বপুরুষের কথা জানতে পারবেন না।

Related Articles

Back to top button
error: