HighlightNewsদেশ

পাটনায় ১৫টি বিরোধী দলের বৈঠক: সমস্ত উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করুন, কর্তৃত্ব করবেন না, বললেন মমতা; উত্তরপ্রদেশের সমন্বয়ক করা হতে পারে নীতীশকে

টিডিএন বাংলা ডেস্কঃ পাটনায় বিরোধী দলগুলির প্রথম বৈঠক শুক্রবার দুপুর ১২টায় মুখ্যমন্ত্রীর বাসভবন ১, অ্যান মার্গে শুরু হয়। এতে ১৫টি দলের নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠক চলবে ৫ ঘণ্টা। বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হবে।

হিন্দি দৈনিক পত্রিকা “দৈনিক ভাস্কর”-এর প্রতিবেদন অনুযায়ী, জেডিইউ সুত্রে জানা গিয়েছে, নীতীশ কুমারকে উত্তরপ্রদেশের আহ্বায়ক করা হতে পারে। বৈঠকের পর তা ঘোষণা করা হবে। এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাইকে উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। কারো কর্তৃত্ব করা উচিত নয়।

অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, আমারা সবাই মিলে বিজেপিকে পরাজিত করছি। শুক্রবার সকালে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরে পাটনায় পৌঁছেছেন। এদিন, বিমানবন্দর থেকে সরাসরি কংগ্রেসের সদর দফতরে পৌঁছে যান রাহুল ও খড়গে। এখানে কর্মীদের উদ্দেশে ভাষণ দেন রাহুল। তিনি বলেন, আমরা একসঙ্গে বিজেপিকে হারাব। দেশে দুই মতাদর্শের যুদ্ধ চলছে। একদিকে কংগ্রেসের ‘ভারত জোড়ো’-এর আদর্শ আছে, অন্যদিকে বিজেপি-আরএসএসের ‘ব্রেক ইন্ডিয়া’।

Related Articles

Back to top button
error: