HighlightNewsদেশ

জাতীয় কুস্তিগীর সাগরকে হত্যার দায়ে দুইবারের অলিম্পিক পদক জয়ী সুশীল সহ ১৮ জন হত্যা ও অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত

টিডিএন বাংলা ডেস্ক: ছত্রশাল স্টেডিয়ামে জুনিয়র জাতীয় কুস্তিগীর সাগরকে হত্যার দায়ে দুইবারের অলিম্পিক পদক বিজয়ী সুশীল কুমার সহ ২০ জনের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, দাঙ্গা এবং বেআইনি সমাবেশ এবং অন্যান্য অভিযোগ গঠন করা হয়েছে। ইতিমধ্যেই সুশীল সহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার ২ আসামি এখনো পলাতক।

প্রসঙ্গত, গত বছরের ৪ এপ্রিল ছত্রশাল স্টেডিয়ামের পার্কিং এলাকায় কুস্তিগীরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। গোলাগুলিও হয়। এই ঘটনায় আহত হন ৫ কুস্তিগীর। এর মধ্যে সাগর (২৩), সোনু (৩৭), অমিত কুমার (২৭) এবং অন্যান্য ২ জন কুস্তিগীরও অন্তর্ভুক্ত ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই সাগরের মৃত্যু হয়। তিনি দিল্লি পুলিশের এক হেড কনস্টেবলের ছেলে ছিলেন। এই মামলার প্রধান আসামি ছিলেন অলিম্পিক পদকজয়ী সুশীল কুমার। সুশীল কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles

Back to top button
error: