HighlightNewsদেশ

২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩০৩৮, মৃত ৯

টিডিএন বাংলা ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় ৩০৩৮জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। একইসঙ্গে, জানা গিয়েছে ২০৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এক মাসে নতুন মামলার সংখ্যা ৯ গুণ বেড়েছে। ৩ মার্চ, ৩৩৪টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে, যেখানে ২৯ মার্চ থেকে প্রতিদিন তিন হাজারের বেশি কেস রিপোর্ট করা হচ্ছে। নতুন মামলা বৃদ্ধির কারণে, সক্রিয় মামলাও গত এক মাসে ৭.৫গুণ বেড়েছে। ৩ মার্চ সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৬৮৬, যা সোমবার বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৭৯। অক্টোবরের পর এই সংখ্যা সর্বোচ্চ। এর আগে ২৩ অক্টোবর সক্রিয় মামলা ছিল ২০ হাজার ৬০১। অন্যদিকে, সোমবার ছত্তিশগড়ের একটি গার্লস হোস্টেলে ১৯ ছাত্রী সংক্রামিত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ছাত্রীদের সংস্পর্শে আসা অন্য ছাত্রীদেরও টেস্ট করা হচ্ছে।

প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি দেশে সক্রিয় মামলা ছিল মাত্র দু’হাজার, যা ২ এপ্রিল বেড়ে ২০ হাজারের বেশি হয়েছে। অর্থাৎ মাত্র ৪০ দিনে করোনার সক্রিয় মামলায় ৯০০% বৃদ্ধি পেয়েছে। গতকাল অর্থাৎ সোমবার সক্রিয় মামলা বেড়ে ২১ হাজারের বেশি হয়েছে। সোমবার দেশে পাওয়া ৩০৩৮টি নতুন মামলার মধ্যে ২০৫৪টি মাত্র ৫টি রাজ্যে পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে কেরালা। এখানে ৯৬৪টি কেস পাওয়া গেছে। এর পরে, হিমাচল প্রদেশে ৩১৮টি, দিল্লিতে ২৯৩টি, মহারাষ্ট্রে ২৪৮টি এবং গুজরাটে ২৩১টি নতুন মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

Related Articles

Back to top button
error: