HighlightNewsরাজ্য

ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ৪ দিন ব্যাপী বিক্ষোভ সমাবেশ কলকাতায়, প্রস্তুতি কেমন চলছে ক্ষতিয়ে দেখল টিডিএন বাংলা

আব্দুস সালাম, টিডিএন বাংলা: দীর্ঘ প্রায় ২৫ দিন ধরে ফিলিস্তিনে নির্বিচারে চলছে ভয়াবহ ইসরাইলি গণহত্যা। ইসরাইলের বর্বরতায় এখনও পর্যন্ত প্রায় ৯ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এরই প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে কলকাতায় ৪ দিন ব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন সামাজিক ও গণসংগঠন। কোন কোন দিন কোথায় কোথায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে, কোন কোন সংগঠন অংশগ্রহণ করছে, কোন কোন জেলা থেকে কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করছেন, প্রস্তুতি কেমন চলছে, তারা কাদের কাছে কি কি দাবি জানাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর ক্ষতিয়ে দেখল টিডিএন বাংলা।

পৃথিবীর যে কোন প্রান্তে, যে কোনো অন্যায়, অত্যাচার, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনে ইসরাইলের হামলা শুরু হওয়ার পরপরই প্রতিবাদে গর্জে ওঠে কলকাতার রাজপথ। ফিলিস্তিন ইস্যুতে কলকাতায় বেশ কয়েকটি ছোট বড়ো মিছিল ও সমাবেশ হয়েছে। তবে এবার ইসরাইলের মানবতা বিধ্বংসী ধ্বংসাযজ্ঞের প্রতিবাদে ৪ দিন ব্যাপী বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে বেশ কিছু সংগঠন‌‌‌।

কবে কোথায় কখন এই বিক্ষোভগুলো অনুষ্ঠিত হবে দেখে নিন এক নজরে —

আজ মঙ্গলবার “ফিলিস্তিন সংহতি দিবস” শিরোনামে ৩১ অক্টোবর বৈকাল ৩ ঘটিকা থেকে মার্কিন দূতাবাসের সামনে (সদর স্ট্রীট) বিক্ষোভ দেখায় DYFI ও SFI। একই দিনে সিআইটিইউ এর নেতৃত্বে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি বৈকাল ৫ টা থেকে লেলিন মূর্তির পাদদেশ থেকে কলেজ স্কয়ার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে। “অবিলম্বে রাষ্ট্রসংঘ গৃহীত প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে” বলে দাবি করে সংগঠনগুলি।

আগামী কাল বুধবার ১অক্টোবর কলেজ স্ট্রীটের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে APDR, NO NRC Movement সহ বিভিন্ন গণসংগঠন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে এবং মার্কিন মদতে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে এই বিক্ষোভ।”

আগামী বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুর ১ টায় মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে, সংখ্যালঘু যুব ফেডারেশন, জমিয়তে আহলে হাদিস, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত, আইমা সহ বিভিন্ন গণসংগঠন।

আগামী শুক্রবার ৩ অক্টোবর দুপুর ২ টায় স্টেটসম্যান হাউসের সামনে থেকে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত “ফ্রেন্ডস অব প্যালেস্টাইন” একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এই বিক্ষোভে শরিক হচ্ছে জামাআতে ইসলামী হিন্দ, জমিয়তে উলামায়ে হিন্দ, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, জমিআতে আহলে হাদীস, মজলিসে মুশাওয়ারাতের মতো বেশ কিছু সংগঠন।

বৃহস্পতিবার ২ অক্টোবরের প্রতিবাদ মিছিল সম্পর্কে জানতে চাওয়া হলে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, তিনি জানিয়েছেন, কলকাতায় তেমন বড় কোন সমাবেশ হয়নি, তাই ২ নভেম্বর বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ও আল আকসা মসজিদ রক্ষা করতে বিভিন্ন সংগঠনকে তিনি এই সমাবেশে আসার আহ্বান জানিয়েছেন। কোন কোন এলাকা থেকে এদিন কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করছেন? এমন প্রশ্নের উত্তরে জমিয়তে আহলে হাদিসের সাধারণ সম্পাদক আলমগীর সরদার জানিয়েছেন, কলকাতা, উঃ ২৪ পরগণা, দঃ ২৪ পরগণা, হাওড়া জেলার পাশাপাশি মুর্শিদাবাদ, মালদা, বীরভূম জেলার মতো দূরবর্তী জেলা থেকেও অনেকেই আসবেন।

তিনি আরও বলেন, “আমেরিকা ও ইউরোপের মদতে ফিলিস্তিনের মজলুম মানুষের উপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল। হাসপাতাল, স্কুল, কলেজ নির্বিচারে লাগাতার হামলা চালিয়ে নিরাপরাধ নারী, শিশুদের হত্যা করছে। এই বর্বরতার বিরুদ্ধে আমরা জোরদার আন্দোলন করার জন্যই কলকাতার রাস্তায় নামতে চলেছি।”

আগামী শুক্রবার ৩ অক্টোবর “ফ্রেন্ডস অব প্যালেস্টাইন” এর প্রতিবাদ সমাবেশে কোন কোন জেলা থেকে কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করছেন জানতে চাওয়া হলে জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদকীয় মন্ডলির সদস্য সাদাব মাসুদ বলেন, মূলত কলকাতা ও কলকাতা সংলগ্ন উঃ ২৪ পরগণা, দঃ ২৪ পরগণা, হাওড়া জেলার থেকেই বেশি মানুষ আসবেন। কমপক্ষে কয়েক হাজার লোক সমাগম হবে বলে তিনি জানান। পাশাপাশি এদিন মার্কিন দূতাবাসে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

ফিলিস্তিনের উপর ইসরাইলের এই বর্বরোচিত হামলা প্রসঙ্গে তিনি বলেন, “ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র। তারপরেও ইসরাইলের এই বর্বরোচিত হামলা দেখে বিশ্ব চুপ করে আছে।” যুদ্ধ বন্ধে মোদী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, “ভারত প্রথম থেকেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু বর্তমান সরকার গান্ধী, জওহরলাল নেহেরু, বাজপেয়ীর পথ ছেড়ে ইসরাইলের পক্ষ নিচ্ছে।”

Related Articles

Back to top button
error: