HighlightNewsদেশ

অসম-মেঘালয়ে বন্যায় মৃত ৬২

টিডিএন বাংলা ডেস্ক: অসম ও মেঘালয়ে ভারী বর্ষণের ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বন্যা ও ভূমিধসের কারণে আসামে এখনও পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মেঘালয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। দুই রাজ্যেই বন্যায় অন্তত ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামের ২৮টি জেলার অবস্থা খুবই খারাপ। তবে ত্রাণ ও উদ্ধারকার্যের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনা।
শনিবার অসমে বন্যায় আটকে পড়া প্রায় শতাধিক মানুষকে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অসমের ৩২টি জেলায় ৩১ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১.৫৬ লাখ মানুষ ৫১৪টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অনেক রাস্তা ভেঙে গেছে। ব্রহ্মপুত্র, গৌরাঙ্গ, কপিলি, মানস ও পাগলাদিয়া নদীর জলের স্তর এখনও বিপদসীমার ওপরে।

শনিবার আসামের কামপুরে বন্যার কারণে বহু মানুষ তাঁদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। পরিস্থিতি যা তাতে প্রতিবেশী রাজ্যগুলিতেও হতে পারে বন্যা। রাজ্য সরকার বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদের জন্য গুয়াহাটি এবং শিলচরের মধ্যে বিমান পরিষেবার ব্যবস্থা করেছে। দক্ষিণ অসম, ত্রিপুরা এবং মিজোরামের সাথে সংযোগকারী রাস্তার একটি অংশ ভূমিধসে ভেসে গেছে। এই কারণে সড়কের একপাশে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, সুবানসিরি নদীর জলে প্রতিবেশী অরুণাচল প্রদেশের একটি বাঁধ ডুবে গেছে। মণিপুরের অনেক জেলায় বন্যার মতো পরিস্থিতি রয়েছে।‌ প্রাপ্ত খবর অনুযায়ী, মণিপুরে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button
error: