রাজ্য

ঈমানি বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাড়লেন মইদুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: তৃণমূল কংগ্রেসের পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন বর্তমান সুতি বিধানসভার তৃণমূলের প্রার্থী। এলাকাকে অরাজকতায় ভরে রেখেছেন। দলে পরিবারতন্ত্র কায়েম করেছেন। চাকুরী দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে প্রতারনা করেছেন। বারবার তৃণমূলের জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বকে বলেও হয়নি কাজ। এতবার বলার পরেও দল তাকে প্রার্থী করায় বাধ্য হয়েই তৃণমূল প্রার্থী ঈমানী বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ পোষন করে তৃণমূল ছাড়ার হুমকি দিলেন সভা করলেন তৃণমূলের জেলা পরিষদের খাদ্য কর্মধক্ষ মইদুল ইসলাম। মঙ্গলবার অরঙ্গাবাদ হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে সভায় কার্যত ঈমানী বিশ্বাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পোষন করে কংগ্রেসে যাওয়ার বার্তা দিলেন তিনি। এসময় জেলা পরিষদ খাদ্য কর্মআধক্ষ মইদুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি ওবায়দুর রহমান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা উমরাপুর পঞ্চায়েতের সদস্য আনিকুল ইসলাম সহ অন্যান্যরা।

Related Articles

Back to top button
error: