HighlightNewsরাজ্য

বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত্যু সিআইডি-র ডিএসপি প্রশান্ত কুমার সহ ২ জনের, আশঙ্কাজনক আরও ১ জন

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুর থানা থেকে কলকাতায় ফেরার পথে আঝাপুর মোড়ে ২ নম্বর সড়কের কাছে পথ দুর্ঘটনা শিকার হলেন সিআইডি-র ডিএসপি প্রশান্ত কুমার নন্দীর। তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাকের পিছনে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডিএসপি প্রশান্ত কুমার ও তাঁর সঙ্গে থাকা এক সিভিক ভলান্টিয়ার সন্তোষ সরকারেরও। এছাড়া গাড়ির চালক চালক শুভঙ্কর মাঝির অবস্থাও আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তী করা হয়েছে।

দুর্ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। ডিএসপি সহ সিভিক ভলান্টিয়ার ও গাড়ি চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। তাদের দেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। আর গাড়ির চালক শুভঙ্কর মাঝির চিকিৎসা চলছে। কিন্তু তাঁর অবস্থা মোটেও ভালো নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে খবর পেয়েই হাসপাতালে যান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন সহ অন্যান্য পুলিশ ও রাজ্য গোয়েন্দা আধিকারিকরা। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।

Related Articles

Back to top button
error: