HighlightNewsদেশ

উত্তরপ্রদেশের এটিএস ৮ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস) ৮ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এরা সবাই আল-কায়েদার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে এটিএস। অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, এরা সবাই জঙ্গি কর্মকাণ্ড জঙ্গি নেটওয়ার্ক বাড়ানোর মতো দেশবিরোধী কাজ করছে। সন্দেহভাজনদের কাছ থেকে জঙ্গিদের অর্থায়ন এবং জিহাদি সাহিত্যের ইলেকট্রনিক প্রমাণ উদ্ধার করা হয়েছে।
প্রশান্ত কুমার আরো জানান, ধৃত সন্দেহভাজনরা হল সাহারানপুর জেলার গাগলহেদির বাসিন্দা লুকমান, মহম্মদ আলিম, মনোহরপুরের বাসিন্দা কারি মুখতার, দেওবন্দের বাসিন্দা কামিল, শামলি জেলার ঝিনঝানার বাসিন্দা শাহজাদ, হরিদ্বারের(উত্তরাখণ্ড) বাসিন্দা মুদাস্সির, বাংলাদেশের বাসিন্দা আলি নুর এবং ঝাড়খণ্ডের বাসিন্দা নওয়াজিশ আনসারি।

Related Articles

Back to top button
error: