HighlightNewsআন্তর্জাতিক
আফগানিস্তানে ভূমিকম্প, ৫.১ মাত্রা রেকর্ড
টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার ভোর ৫টার দিকে আফগানিস্তানের ফৈজাবাদে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা রেকর্ড করা হয়েছে ৫.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফৈজাবাদ থেকে ৮৯ কিলোমিটার পূর্বে ভূমি থেকে ১১২ কিলোমিটার গভীরে। এর আগে, ২২ জুন আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১০০০ মানুষ মারা যান, আহত হন ১৫০০ জনেরও বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪০ কিলোমিটার দূরে।