রাজ্য

হজরত নিজামুদ্দিনের দরগায় গেলেন আরএসএস নেতা

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার হজরত নিজামুদ্দিন দরগায় যান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার। দরগায় পৌঁছে তিনি একটি চাদর নিবেদন করেন এবং মাটির প্রদীপ জ্বালান। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, নিজামুদ্দিন দরগায় ‘মাটির প্রদীপ’ জ্বালানো শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। আরএসএসের রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের পৃষ্ঠপোষক ইন্দ্রেশ কুমার এদিন বলেন, কাউকে ধর্মান্তরিত করতে এবং হিংসা করতে বাধ্য করা উচিত নয়। প্রত্যেককে নিজ নিজ ধর্ম ও বর্ণ অনুসরণ করতে হবে। অন্যের ধর্মের সমালোচনা বা অপমান করবেন না। দেশে যখন সব ধর্মকে সম্মান করা হবে, তখন শুক্রবারে পাথর ছোঁড়ে এমন ধর্মান্ধদের হাত থেকে দেশ মুক্ত হবে।

ইন্দ্রেশ কুমার আরো বলেন, দিওয়ালি উৎসব ভারত সহ সারা বিশ্বে পালিত হয়, যা সমস্ত ভেদাভেদ মুছে দেয়। ভারত তীর্থস্থান, উৎসব ও মেলার দেশ। সব উৎসবই দরিদ্রদের রুটি দেয় এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি করে। তিনি আরো বলেন, প্রতিটি উৎসবই আমাদের শেখায় যে আমরা ধর্মান্ধতা, বিদ্বেষ, দাঙ্গা বা যুদ্ধ চাই না। আমরা শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব চাই।

Related Articles

Back to top button
error: