HighlightNewsরাজ্য

মুর্শিদাবাদে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা-গুলি, হাসপাতালে মৃত্যু মতিরুল ইসলামের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মুর্শিদাবাদের নওদায় প্রকাশ‍্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি হামলা চালালো একদল দুস্কৃতিরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে নদীয়ার থানারপাড়া থানার তৃণমূল পরিচালিত নারায়নপুর-১ নম্বর পঞ্চায়েতের প্রধানের স্বামী। মৃত ওই তৃণমূল নেতার নাম মতিরুল ইসলাম। তার বাড়ি নদীয়া জেলার করিমপুরের আজরামপুর এলাকায়। সন্ধ্যা নাগাদ পাঁচ রাউন্ড গুলি ও বোমার শব্দে কার্যত কেঁপে ওঠে ওই এলাকা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরম আতঙ্কের মধ্যে আছেন ওই এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ বাহিনী। আবারও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এই হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। দুস্কৃতিদের খোঁজে তল্লাশি ও তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার নদীয়ার থানারপাড়া থানার তৃণমূল পরিচালিত নারায়নপুর-১ নম্বর পঞ্চায়েতের প্রধানের স্বামী ওই তৃণমূল নেতা নওদা বিএড কলেজে তার ছেলের সাথে দেখা করতে এসেছিলেন। ছেলের সঙ্গে দেখা করার পর বাড়িতে ফিরে যাওয়ার পথে টিয়া কাটা ফেরি ঘাটের কাছেই তার উপরে অতর্কিতে এই হামলা চালানো হয়। মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুলি ও বোমার প্রচণ্ড শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে পালিয়ে যায় দুস্কৃতিরা। তারপরেই তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সেখানেই মৃত্যু হয় তৃণমূল প্রধানের স্বামীর।

Related Articles

Back to top button
error: