HighlightNewsরাজ্য

হাসপাতালে দালালচক্রের রমরমা নিয়ে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পুলিশ ও স্বাস্থ্য দফতরকে মনিটরিং এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ

টিডিএন বাংলা ডেস্ক: সাধারণ খেটে খাওয়া মানুষদের চিকিৎসার ক্ষেত্রে একমাত্র ভরসা সরকারি হাসপাতালগুলি। কিন্তু সেই সরকারি হাসপাতালগুলিতে প্রতি নিয়ত দালালি চলছে বলে অভিযোগ উঠছিল অনেক দিন থেকেই। এবার হাসপাতালে দালালচক্রের রমরমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও স্বাস্থ্য দফতরকে দালালচক্র মনিটরিং করার এবং দালালচক্রের খোঁজ পেলেই দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সব দালালদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নিয়ে হাসপাতালকে দালালি মুক্ত করতে স্বাস্থ্য দফতরকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

আজ শুক্রবার বিধানসভায় বক্তৃতা দেওয়ার সময় এক বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘‘হাসপাতালে দালালচক্র চলবে কেন?’’ এরপরই পুলিশ ও স্বাস্থ্য দফতরকে উদ্দেশ্য করে বলেন, “‘দালালচক্র চলছে কি না আপনারা মনিটরিং করুন। দালালচক্রের হদিস পেলেই দ্রুত ব্যবস্থা নিন।’’ পাশাপাশি তিনি আরও বলেন, “আমি যদি মোবাইল দিয়ে মনিটরিং করতে পারি, তা হলে স্বাস্থ্য দফতর পারবে না কেন?”

Related Articles

Back to top button
error: