HighlightNewsদেশ

বিজেপির অর্ধেক নেতা দুর্নীতি পরায়ণ, সিবিআই-ইডির নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন কেজরীর

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়া ছুঁড়িও। বিজেপির অর্ধেক নেতা দুর্নীতি পরায়ণ বলে অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরীওয়াল। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির উপর বিজেপি বা মোদী সরকারের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেজরী।

আম আদমি পার্টি (আপ)-র প্রথম সারির কয়েকজন নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। যা নিয়ে আপের বিরুদ্ধে আক্রমন শানিয়েছে বিজেপি। তারই পাল্টা জবাব দিতে গিয়ে সিবিআই এবং ইডিকে আপের নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরীওয়াল। এদিন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল বলেন, “আমার হাতে এক দিনের জন্য ইডি এবং সিবিআইয়ের নিয়ন্ত্রণ দেওয়া হোক। তার পর দেখুন কী ভাবে বিজেপির অর্ধেক নেতা জেলে যাচ্ছেন।” পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন, আপ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’।

Related Articles

Back to top button
error: