টিডিএন বাংলা ডেস্ক: সন্ত্রাসবাদী বা দেশোদ্রহী কাজকর্ম রুখতে তৈরি আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট বা ইউএপিএ নিয়ে এবার উঠে এল ভয়াবহ তথ্য! লোকসভার অধিবেশনে ২ কংগ্রেস সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য থেকেই প্রকাশ পেয়েছে ভয়ংকর সব তথ্য। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে বছরের পর বছর ধরে মামলা ঝুলছে অথচ এখনো পর্যন্ত কোনো তদন্তই হয়নি হাজার হাজার মামলার। অথবা বছরের পর বছর ঝুলতে থাকা হাজারও মামলার তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কোনো চার্জশিট দাখিল করাও সম্ভব হয়নি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ইউএপিএ মামলায় আজ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন হাতে গোনা মাত্র অল্প কয়েক জন অভিযুক্ত। অন্য দিকে অধিকাংশ অভিযুক্তই নির্দোষ প্রমাণিত হয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের পেশ করা পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ইউএপিএ আইনের আওতায় ৪৮৯০ জনকে গ্ৰেফতার করা হয়েছেন। তার মধ্যে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন মাত্র ১৭৬ জন। প্রায় চার হাজার মামলার কোনো তদন্তই হয়নি।