HighlightNewsরাজ্য

রাত নামলেই বাড়ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, বাঁধের মাটি পাচারের অভিযোগে প্রতিবাদে স্থানীয়রা

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। এই ছবি মালদহের ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুন বহি পলাশবাড়ী এলাকার। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে চুপিসারে একশ্রেণীর মাটি মাফিয়ারা অবৈধভাবে হইতে বাগবাড়ি বাঁধের মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ। গ্রামবাসী থেকে স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য অভিযোগ যারা মাটি কাটছে তারা প্রত্যেকে ই তৃণমূল আশ্রিত। গ্রামবাসীরা প্রতিবাদ করায় তাদেরকে হুমকি দিচ্ছে এই ল্যান্ড মাফিয়ারা ।

যদিও এই ঘটনা দিন কয়েক ধরে চলে আসা, গ্রামবাসীদের নজরে আসতেই তারা ধরে ফেলে অবৈধভাবে মাটি কাটা জেসিবি মেশিন এবং ট্রাক্টর সমেত। বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ার আগেই মাটি মাফিয়ারা তাদেরকে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ। এই নিয়ে বাসিন্দারা সরব হয়ে মাটি মাফিয়াদের বিরুদ্ধে অতিরিক্ত জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, বনদপ্তরের আধিকারিক নিকট ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বাঁধ ইংরেজ বাজার ব্লকের বাগবাড়ি হইতে বিস্তীর্ণ রয়েছে। পুরোটাই দেখাশোনা করেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। যা সম্পূর্ণ মালদা শহরকে বন্যা প্লাবিত হওয়া থেকে সুরক্ষিত রেখেছে। যদি রাতের আঁধারে একশ্রেণীর মাটি মাফিয়ারা বাঁধের মাটি চুরি করে বিক্রি করতে থাকে তাহলে মালদা শহর যে কোন সময় বন্যায় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের।

এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ স্থানীয় ভাদু শেখ ও তার ছেলে সাবির শেখের বিরুদ্ধে। এ নিয়ে তারা বিভিন্ন মহলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যদিও এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে ধরা হলে সাবির শেখ জানায়, বাঁধের মাটি কেটে অন্যত্র বিক্রি করার সঙ্গে তারা জড়িত নয়। তবে তিনি জানান ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ নাকি সেই বাঁধের মাটি কাটার নির্দেশ দিয়েছেন। এমনকি মাটি কাটার জন্য প্রয়োজনীয় জেসিবি মেশিন এবং ট্রাক্টর ঐ
সে ভাড়া দিয়েছেন বলে স্বীকার করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ছাপানোতর । দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষ জানান আজকে শুধু বাধের মাটি কাটা নয় পুকুর ভরা থেকে শুরু করে অবৈধভাবে জমি থেকে মাটি কাটা হচ্ছে। শাসক দলের মধ্যে জমি মাফিয়া এই কাজ করার সুযোগ পাচ্ছে। প্রশাসনের এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করছে না। আজকে যে বাধ মালদা শহরকে বাঁচিয়ে রেখেছে সেই বাধ থেকে মাটি কাটা হচ্ছে। প্রশাসন দলদাসের পরিণত। আর বাধ থেকে মাটি কাটা হচ্ছে এটা জেলা প্রশাসনটি দেখতে হবে।
রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান প্রয়াত কংগ্রেস নেতা তথা মন্ত্রী এ বি এ গনি খান চৌধুরী সময় বাগবাড়ি চন্ডিপুরের এই বাঁধ তৈরি হয়েছিল আজকে সেই বাধ থেকে যে মাটি চুরির ঘটনা সামনে এসেছে সেটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। আজকে ইংরেজবাজার শহরের এই বাধ খুবই গুরুত্বপূর্ণ। বাধ থেকে মাটি কেটে নিলে বাধটি বসে যাবে তাহলে বন্যার সময় জল বাড়লে শহরের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে যাবে।। যারা করছে এরা সমাজবিরোধী এদের সাথে শাসকদলের কোন সম্পর্ক নেই আমি প্রশাসনকে বলবো এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।

Related Articles

Back to top button
error: