ওড়িশায় ১৫ দিনের মধ্যে তৃতীয় রাশিয়ানের মৃত্যু; পারাদ্বীপ বন্দরের কার্গো জাহাজে পাওয়া গেল মৃতদেহ
টিডিএন বাংলা ডেস্ক: গত ১৫ দিনের মধ্যে তৃতীয় রাশিয়ানের মৃত্যু। ১০দিন আগে ওড়িশার রায়গড় হোটেলে ভ্লাদিমির পুতিন-সমালোচক পাভেল আন্তোনোভ এবং তার বন্ধু ভ্লাদিমির বাইদানভের রহস্যজনক মৃত্যুর পরে আরও একজন রাশিয়ান মারা গেছেন। মঙ্গলবার, জগৎসিংহপুরের পারাদ্বীপ বন্দরে একটি কার্গো জাহাজে ওই ব্যক্তিকে পাওয়া যায়। ওড়িশা পুলিশ মৃতকে শনাক্ত করেছে ৫১ বছর বয়সী সের্গেই মিলিয়াকভ। পুলিশ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তদন্তের পর জানিয়েছে, নিহত ব্যক্তি কার্গো জাহাজের একজন ক্রু সদস্য ছিলেন। ময়নাতদন্তের পরই তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। জগৎসিংহপুরের এসপি অখিলেশ্বর সিং জানিয়েছেন, সের্গেই হঠাৎ জাহাজে পড়ে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুহয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, সের্গেই কার্গো জাহাজ এমবি আলাদনার প্রধান প্রকৌশলী ছিলেন। জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে পারাদ্বীপ হয়ে মুম্বাই যাচ্ছিল। ভোর সাড়ে ৪টে নাগাদ সের্গেইকে জাহাজের চেম্বারে মৃত অবস্থায় পাওয়া যায়।