HighlightNewsরাজ্য

ভেঙে ফেলা হবে জোশীমঠের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি, আজই ক্ষতিপূরণ, না হলে বাড়ি ছাড়বেন না হুঁশিয়ারি স্থানীয়দের

টিডিএন বাংলা ডেস্ক: উন্নয়ন ও নগরায়নের নামে অপরিকল্পিত ভাবে বেলাগাম অট্টলিকা বা প্রতিষ্টান নির্মানের কারণে জোশীমঠ এলাকার জনপদের কমপক্ষে প্রায় ২৫ শতাংশ বাড়িতে ফাটল ধরেছে। এমনই দাবি করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। বড়ো ধরণের দুর্ঘটনা এড়িয়ে যেতে ওই জশীমঠের ফাটল ধরা বাড়িগুলী ভেঙে ফেলা হবে বলে খবর। পাশাপাশি আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই এদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আছে। তবে ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত তারা কিছুতেই তাদের বাড়ি ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন অনেকেই।

Related Articles

Back to top button
error: