HighlightNewsদেশ

হাইকোর্টে বিচারপতি মান্থার এজলাস বয়কট চলছেই, থমকে অসংখ্য মামলা, ক্ষতিয়ে দেখবে বার কাউন্সিল অব ইন্ডিয়া

টিডিএন বাংলা ডেস্ক: বার বার অনুরোধ, বিচারপতিদের নিয়ে খোদ প্রধান বিচারপতির একাধিক বৈঠক স্বত্বেও হল না কোনো সমাধান। এখনও কলকাতা হাইকোর্টে একই ভাবে বর্তমান আছে অচলাবস্থা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট চলছেই সমানে। আজ শুক্রবার বিচারপতির এজলাসে কোনো ধরণের অশান্তি না হলেও কোনও তার এজলাসে ওঠা কোনও মামলাতেই অংশ নেননি সরকারি আইনজীবীরা। তবে সরকারি আইনজীবীরা ঠিক কি কারণে আজ আসেননি তা জানা যায়নি। তারাও কি এই বয়কটকে সমর্থন করছেন এমন প্রশ্নও উঠছে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, এমন কোনও নির্দেশিকা তার কাছে আসেনি।এদিকে এই এজলাস বয়কটের কারণে কলকাতা হাইকোর্টে থমকে আছে অসংখ্য মামলা। বহু মামলার শুনানির দিন ধার্য করার পরেও তা বাতিল হচ্ছে। এমতাবস্থায় প্রকৃত সমস্যা কি ও তার সমাধান কোন পথে তা পরিদর্শনে পশ্চিমবঙ্গে আসছেন বার কাউন্সিল অব ইন্ডিয়ার একটি প্রতিনিধি। অন্তত এমনই খবর সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া যাচ্ছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেক আইনজীবী ও আইন বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button
error: