HighlightNewsদেশ

৫ রাজ্যের উপনির্বাচনে কংগ্রেস ৬টি আসনের মধ্যে ২টিতে জয়লাভ করেছে: ২৮ বছর পর মহারাষ্ট্রের কসবাপেঠ আসন হারল বিজেপি; সাগরদিঘিও কংগ্রেসের দখলে

টিডিএন বাংলা ডেস্ক: উত্তর-পূর্বের ৩টি রাজ্যে বিধানসভা নির্বাচন ছাড়াও ৫টি রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল আজ আসতে শুরু করেছে। তবে এখনও কিছু আসনে গণনা চলছে। ২৮ বছর পর মহারাষ্ট্রের কসবা পেঠ আসনে হেরেছে বিজেপি। ওই আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের রবীন্দ্র ধাঙ্গেকর। এই আসনটি ১৯৯৫ সাল থেকে বিজেপির দখলে ছিল। কসবাপেঠ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে বিজয়ের শংসাপত্র সংগ্রহ করেন মহাবিকাশ আঘাদি প্রার্থী কংগ্রেসের রবীন্দ্র হেমরাজ ধাঙ্গেকর।


অন্যদিকে, পশ্চিমবঙ্গের সাগরদিঘী আসনেও জয়ী হয়েছে কংগ্রেসে প্রার্থী বাইরন বিশ্বাস। ২০২১ সালের নির্বাচনে কংগ্রেস এখানে একটি আসনেও জয়লাভ করতে পারেনি। তামিলনাড়ুতেও কংগ্রেসের এলাঙ্গোভান জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। অরুণাচল প্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক নির্বাচিত হয়েছেন বিজেপির সেরিং লামু।

Related Articles

Back to top button
error: