টিডিএন বাংলা ডেস্ক: ‘রাম কি কানে কানে বলে গিয়ে ছিল বন্দুক নিয়ে মিছিল করতে’ রামনবমীর মিছিলে বন্দুক হাতে নাচানাচি করতে থাকা একটি যুবকের ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে কথা বলতে গিয়ে এই ভাষাতেই আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব মেদিনীপুরে বুথ ভিত্তিক এক কর্মী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন।
সম্প্রতি গত কয়েক দিনে রামনবমীর মিছিল ঘিরে বাংলার বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে হাওড়া ও হুগলীতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে দিয়ে অস্র-শস্র নিয়ে মিছিল করে একটি শ্রেণী। মিছিল থেকে বিভিন্ন ভাবে উস্কানি দেওয়ারও অভিযোগ উঠেছে। এমনই একটি ঘটনা ঘটে হাওড়াতে। সেখানে রামনবমীর মিছিলে বন্দুক হাতে নাচানাচি করতে দেখা যায় একটি যুবককে। আর মুহুর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গে তিনি বলেন, “রাম কি কানে কানে বলে গিয়ে ছিল বন্দুক নিয়ে মিছিল করতে।”