HighlightNewsরাজ্য

পুলিশের মারে মৃত্যু বালকের! বেকসুর খালাস অভিযুক্তরা, ৩ দশক পর হাইকোর্টে উঠল মামলা

টিডিএন বাংলা ডেস্ক: পরিবারের অভিযোগ চোর সন্দেহে নাইটগার্ডদের ব্যাপক প্রহারের পর আবারও থানার লকআপে পুলিশের মারের কারণে মৃত্যু হয় এক বালকের! সেই মামলায় বেকসুর খালাস পান অভিযুক্তরা। ৩ দশক পর হাইকোর্টে উঠল সেই মামলা। জানা গিয়েছে, আজ থেকে ৩ দশক পূর্বে এক বড়দিনের রাতের ঘটনা। সালটা তখন ছিল ১৯৯৩। বড়দিনের রাতে এলাকার একটি চার্চে অনুষ্ঠান দেখা ও খাবারের আশায় গিয়েছিল বছর তেরোর চতুর্থ শ্রেণির ওই ছাত্র। সিদ্ধেশ্বরীতলার কাছে নাইটগার্ডরা রানাঘাটের বাসিন্দ সেই বালককে চোর সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে প্রচন্ড প্রহার করে। পরদিন ভোরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ পুলিশও তাকে নির্দয় ভাবে মারধর করে। আর এই সব অত্যাচারে শেষ পর্যন্ত মৃত্যু হয় সেই বালকের।

এই ঘটনায় পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও দায়রা আদালত অভিযুক্তদের বেকসুর খালাসের রায় দেয়। আইনজীবী শুভাশিস রায় এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। গত পরশু দিনে হাইকোর্ট দায়রা আদালতের সেই রায় খারিজ করে দেয়।

Related Articles

Back to top button
error: